অপরাধ

আজিজ ও বেনজীরসহ পাঁচ জনের বিরুদ্ধে মামলা

  সংবাদপত্র বার্তা ডেস্ক :: ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৩৮:২৯ প্রিন্ট সংস্করণ

Screenshot 10

সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ ও তার দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই মামলা দায়ের করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান।
অন্য আসামীরা হচ্ছেন- আজিজ আহমেদের ভাই তোফায়েল আহমেদ জোসেফ ও হারিস আহমেদ ওরফে হারিস হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) সাবেক অধিনায়ক শফি উল্লাহ বুলবুল। শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন। বাদী সেলিম প্রধান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, জোসেফ, হারিস, আজিজ ও বেনজিরের নির্দেশে র‍্যাবের সাবেক অধিনায়ক শফি র‌্যাব সদস্যদের একটি দল গত ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় গুলশান কার্যালয়ে যান এবং চাঁদা হিসেবে একটি রেঞ্জ রোভার গাড়ি দাবি করেন। দাবি মানা না হলে অভিযোগকারীকে ভয়াবহ পরিণতির হুমকিও দেন তারা। পরে ওই বছরের ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে র‌্যাব কর্মকর্তা শফি আবার অভিযোগকারীর গুলশানের কার্যালয়ে যান এবং তাকে বলেন হারিস ও জোসেফ আপনার সঙ্গে কথা বলতে চান। কিন্তু অভিযোগকারী তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে শফি তাদের ক্রসফায়ারের হুমকি দেন। এরপর ৩০ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে, জোসেফ, হারিস, আজিজ এবং বেনজিরের নির্দেশ অনুসারে র‌্যাব কর্মকর্তা শফি আরও কয়েকজন র‌্যাব সদস্যের সহায়তায় বাদীকে থাইল্যান্ড যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল বিমানবন্দরে থাই এয়ারওয়েজ থেকে নামিয়ে নেয়। তারপর তারা বাদীকে উত্তরায় র‍্যাব হেডকোয়ার্টারে নিয়ে যায়। ব্যবসায়ী ওই বাদীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে এবং আবারও ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। বাদী ওই গাড়ি এবং টাকা দিতে অস্বীকার করায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়। বাদীকে চার বছর জেল খাটতে হয়।

আরও খবর

Sponsered content