প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২৪ , ৪:৩৮:৪০ প্রিন্ট সংস্করণ
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও চেয়ারম্যানের সহধর্মিণী শেরিফা কাদেরসহ দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করে গাজীপুর মহানগর জাতীয় পার্টি ও গাজীপুর জেলা জাতীয় পার্টি। আজ বুধবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহবায়ক মোঃ শরীফুল ইসলাম শরীফ।
শেখ মাসুদুল আলম টিটুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির নেতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কিবরিয়া, এড রাফিকুল ইসলাম, হাজী মোঃ ফারুক খান এড মোস্তফা জামান,হারুন অর রশিদ,হাজী আবদুস সামাদ,তসলিম উদ্দিন, হাজী আবদুস সোবহান, রুহুল দেওয়ান,ফয়েজ মুন্না,ইসমাইল হোসেন, ওমর ফারক ইন্তাজ সরকার আব্বাছ আলী মন্ডল, আবদুল করিম ,মনির হোসেন সফিকুল ইসলাম সফি রুকসানা পারভীন রুমি , জিলাল উদ্দিন, নাসির উদ্দীন, ইয়াজউদ্দিন সরকার, মোঃ বাদল হোসেন আবু সালেক স্বপন,, জসিম উদ্দিন, আবদুল মালেক,, নুরুল ইসলাম নুরু, ইসমাইল খান,,আবদুস সালাম সোহাগ প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ শরিফুল ইসলাম শরীফ বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জাতীয় সংসদে তাদের পক্ষে যুক্তি তুলে ধরেন তাদেরকে শ্রেষ্ঠ সন্তান হিসেবে ঘোষণা করেন এবং জাতীয় পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজ সারাদেশে ছাত্রদের সাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে তারপরেও প্রতিহিংসা চরিতার্থ করতে একটি কুচক্রী মহল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান তার সহধর্মিনী শরিফা কাদের গাজীপুর জেলা জাতীয় পার্টির সম্পাদক কামরুজ্জামান মন্ডলসহ জাতীয় পার্টির অনেকের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের জন্য গাজীপুর মহানগর ও জেলা থেকে দাবি করা হয়েছে এবং সাবেক ছাত্রনেতা টঙ্গীর কৃতি সন্তান জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব দিপু ভাইয়ের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরিয়ে আনার জোর দাবি করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্ব¡প্রাপ্ত কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন নেতৃবৃন্দ।