স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৬:১২:১৭ প্রিন্ট সংস্করণ
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রধান শিক্ষিকাসহ দুই জন নিহত। এ ঘটনায়৬জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত সিদ্দিকা বেগম (৪৮), কাপাসিয়া উপজেলার মৌশাধামনা গ্রামের আতাউর রহমানের স্ত্রী। সে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কাজাহাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্বামীর মোটর সাইকেল যোগে বিদ্যালয়ের যাচ্ছিলেন প্রধান শিক্ষিকা সিদ্দিকা বেগম (৪৮)। তাদের মোটরসাইকেলটি গাজীপুর—কাপাসিয়া আঞ্চলিক সড়কের চরমার্তা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুই মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রধান শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী আহত হয়েছেন। তাকেও একটি হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
অপরদিকে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় গাড়ি চাপায় হারুন অর রশিদ (৪৫) নামে একজন নিহত হয়েছেন। নিহত হারুন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ মরুয়াদহ এলাকার স্থায়ী বাসিন্দা। বর্তমানে গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর হারিকেন এলাকার রত্না বেগমের বাড়ি ভাড়াটিয়া বলে জানা যায়।
বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার ভোগড়া বাইপাস এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাতনামা গাড়ি হারুন অর রশিদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে, ঢাকার ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ি এলাকায় ডাম ট্রাক ও কাভার্ডভ্যান সংঘর্ষে পাঁচ জন আহত হয়, আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ডটি উদ্ধার রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।