আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে স্বাধীনতাকামীদের হামলায় ভারতীয় বিমান বাহিনীর এক সেনা নিহত

  সংবাদপত্র বার্তাডেস্ক ৫ মে ২০২৪ , ২:২২:৪২ প্রিন্ট সংস্করণ

0Shares
Indian Army

ভারতের জম্মু ও কাশ্মীরে বিমান বাহিনীর একটি গাড়িতে স্বাধীনতাকামীদের হামলায় এক বিমানসেনা নিহত হয়েছেন এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর ও বাকি তিনজনের অবস্থা স্থিতিশীল।

রোববার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, পুঞ্চ এলাকার সুরানকোটের সানাইগ্রামে ভারতীয় বিমানবাহিনীর একটি গাড়িতে শনিবার (৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

ভারতীয় বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, পাল্টা গুলির মাধ্যমে সেনারা হামলাকারীদের জবাব দিয়েছে। অতর্কিত হামলার ঘটনায় পাঁচজন সেনা গুলিবিদ্ধ হয়েছেন এবং তাদেরকে নিকটস্থ সামরিক হাসপাতালে নেয়া হলে একজন মৃত্যুবরণ করেন। আহতদের মধ্যে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, যে এলাকায় এই হামলা ঘটেছে, তার কাছেই রয়েছে জঙ্গল। হামলার পর স্বাধীনতাকামী হামলাকারীরা সেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। জঙ্গিদের কাছে একে-৪৭ অ্যাসল্ট রাইফেল ছিল বলে জানা গেছে ভারতীয় সেনা বরাতে।

হামলার ঘটনায় পুঞ্চ জেলায় পুলিশের সঙ্গে মিলে বিশেষ অভিযান করেছে সেনাবাহিনী। পুঞ্চ মহাসড়কের সব গাড়িতে তল্লাশি শুরু হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর বাড়তি সদস্যরা ঘটনাস্থলে গতকাল রাতেই পৌঁছেছেন। এদিকে বিমানবাহিনীর স্পেশাল ফোর্স নামানো হয়েছে গত রাতেই।

বিমান বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, হামলাকারীদের ধরতে অভিযান চলছে এবং পুরো এলাকায় যান ও পথচারী চলাচল সীমিত করে দেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।

0Shares

আরও খবর

Sponsered content