জাতীয়

সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন

  প্রতিনিধি ১২ ডিসেম্বর ২০২৪ , ১:২১:১৩ প্রিন্ট সংস্করণ

Screenshot 4

বিনোদন প্রতিবেদক :: সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একুশে পদকজয়ী এই রবীন্দ্রসংগীত শিল্পী।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। কণ্ঠশিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পাপিয়া সারোয়ারের স্বামী সারওয়ার আলম।
তিনি বলেন, আজ মরদেহ বারডেমের হিমঘরে রাখা হবে। আগামীকাল জুমার নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে। ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানটি তাকে শ্রোতাদের কাছে আরও বেশি পরিচিত করেছিল। পাপিয়া সারোয়ার ২০২১ সালে একুশে পদক পান।

আরও খবর

Sponsered content