জাতীয়

কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

  প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৪ , ১২:৪২:৪৪ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 12

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৬নং ওয়ার্ডের কালামপুর এলাকা থেকে সাবেক কাউন্সিলর আবুল কাশেমকে একাধিক মামলায় গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবুল কাশেম (৫২) কালিয়াকৈর পৌরসভার কালামপুর এলাকার মৃত উসমান আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহমেদ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে সরকারি বন বিভাগের একাধিক মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত এসব মামলার আসামি হিসেবে রবিবার সন্ধ্যায় কালামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ সোমবার দুপুরে তাকে গাজীপুর জেলা হাজতে প্রেরণ করা হবে।

0Shares

আরও খবর

Sponsered content