জাতীয়

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৮ নভেম্বর ২০২৪ , ১২:০৬:৫৩ প্রিন্ট সংস্করণ

Screenshot 14

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন তারা।
পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স নামে একটি কারখানা রয়েছে। ওই কারখানার শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন পরিশোধের আশ্বাস দিয়েও তা পরিশোধ করছে না। এ নিয়ে শ্রমিকরা সকালে চন্দ্র এলাকায় জড়ো হয়ে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইজ উদ্দিন জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।

আরও খবর

Sponsered content