আইন-আদালত

টঙ্গীতে ২ কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ২৬ নভেম্বর ২০২৪ , ৯:৫৬:০৪ প্রিন্ট সংস্করণ

Screenshot 1

গাজীপুরের টঙ্গীতে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানির কর্তৃপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত টঙ্গীর মরকুন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার সাইদুজ্জামান হিমু। এই অভিযানে দুটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি নগদ এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কম্পানির ব্যবস্থাপক (টঙ্গী জোন) প্রকৌশলী মিজবাহ-উর-রহমান বলেন, টঙ্গীর মরকুন এলাকার পৃথক দুটি ওয়াশিং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করছিল। খবর পেয়ে তিতাসের পক্ষ থেকে অবৈধভাবে চালানো গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় এসবিএম গোল্ডেন ডিজাইন ওয়াশিংকে ৫০ হাজার এবং হাজী ব্রাদার্স ফ্যাশন ওয়াশিং কারখানায় এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক গোলাম রাব্বানী, উপসহকারী প্রকৌশলী নাঈম হাসানসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

আরও খবর

Sponsered content