অপরাধ

গাজীপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৪

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১৭ নভেম্বর ২০২৪ , ১০:২৮:৩৬ প্রিন্ট সংস্করণ

Screenshot 2

প্রধান উপদেষ্টার তহবিল থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় স্থানীয়রা নগরীর গাছা থানার শরীফপুর আশরাফ মার্কেট থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। প্রতারকরা বিনা সুদে কিস্তিতে প্রধান উপদেষ্টার তহবিল থেকে ৩ লাখ থেকে কোটি টাকা ঋণ দেয়ার কথা বলে প্রতারণা করছিল। পরবর্তীতে গাছা থানায় সংবাদ দিলে পুলিশ তল্লাশি করে টাকা গ্রহণের নামের তালিকা ও কয়েকটি টিকিট বই জব্দসহ তাদের আটক করে রাত দশটার দিকে হেফাজতে নেয়।
জানা যায়, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ এর উদ্যোগে “লুণ্ঠিত উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেব” স্লোগান প্রচার করে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা। ঋণ নিতে আগ্রহীদের আগামী ২৫ নভেম্বর ঢাকার শাহবাগে সম্মেলনে উপস্থিত হতে হবে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রতারকরা নিয়েছে তিনশ থেকে চারশ টাকা। ঋণ প্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির ডেলিগেট টিকেট স্বরূপ টোকেন।
টোকেনধারী সবাইকে দেওয়া হবে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে তিন লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এই সুদমুক্ত ঋণ প্রদানে গাজীপুর জেলায় সমন্বয়ক নগরীর ওঝারপাড় এলাকার আব্দুল মতিন ব্যাপারী ছেলে শহিদুল ইসলাম ওরফে মধু (৫৫)। তার দেয়া তথ্যের ভিত্তিতে জড়িত আরো চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করে গাছা থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার পুকিবাজিত এলাকার জাফর (৪০), জামালপুরের মেলান্দহ থানার কুলিয়া গ্রামের আলাল (৪৫), ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাপখালির গ্রামের মিজান (৪০) ও গাজীপুর মহানগরীর শরীফপুর এলাকার মধু (৪০)।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলি মোহাম্মদ রাশেদ জানান, গ্রেপ্তারদের শনিবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content