জাতীয়

কালীগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ ও বিতরণ

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১৪ নভেম্বর ২০২৪ , ২:৪৩:৪৯ প্রিন্ট সংস্করণ

0Shares
Gazipur Pictures

গাজীপুরের কালীগঞ্জে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে রবি মৌসুমে উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় ৪ হাজার কেজি বীজ বিতরণ করা হয়। অন্যদিকে, উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর এলাকায় একই অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের উফশী জাতের সমলয় চাষাবাদ কার্যক্রমের অন্তর্ভূক্ত ৫০ একর জমির জন্য কৃষকদের মাঝে ৬শ কেজি বোরো ধানের বীজ ও ৪ হাজার ৫শ ট্রে বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এ কৃষি প্রণোদনা বিতরণ করেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় পৌর বিএনপি নেতা মোহাম্মদ হোসেন আরমান, ইব্রাহীম প্রধান, উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

0Shares

আরও খবর

Sponsered content