জাতীয়

গাজীপুরে পরিত্যক্ত ও দখলকৃত পুকুর পরিস্কার কার্যক্রম শুরু

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ৮ নভেম্বর ২০২৪ , ৪:১৬:৪৬ প্রিন্ট সংস্করণ

Gazipur Pc

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত বিভিন্ন পরিত্যক্ত ও দখলকৃত সরকারি পুকুর পরিস্কার কার্যক্রম শুরু হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের নির্দেশনায় এ কার্যাক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার শহরের প্রাণকেন্দ্র অবস্থিত বিশালাকৃতির মজা পুকুর নামের একটি পুকুর পরিষ্কার করার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এতে বিডি ক্লিনের প্রায় তিন শতাধিক সদস্য এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক নাফিসা আরেফিন এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। এই কার্যক্রমে সহযোগিতা করছেন বিডি ক্লিনের তিন শতাধিক সদস্য। শুষ্ক মৌসুমে মহানগরীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে নেভানোর জন্য ফায়ার সার্ভিস পানির উৎস খুঁজে পায় না, সেই পানি সাপ্লাই যাতে পাওয়া যায়। ডেঙ্গু উৎপাদন যাতে না হয় এবং মহানগরীর সৌন্দর্য বর্ধন করার জন্য উন্মুক্ত জলাশয় হিসেবে পুকুরগুলোর সংস্কারের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ন্যাচারাল ডেপুটি কালেক্টর (এনডিসি) অগ্রজ্যোতি বড়াল  বলেন, জেলা প্রশাসক নাফিসা আরেফিন প্রথম অবস্থায় মহানগরীর পাঁচটি পুকুরকে বাছাই করেছেন। তারই অংশ হিসেবে আজ এই পুকুরটি পরিষ্কার শুরু হয়েছে। ধারাবাহিকভাবে দখল ও দূষণ হওয়া পুকুরগুলো উচ্ছেদ ও পরিস্কার করা হবে।
উচ্ছেদ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কায়সার খসরু, গাজীপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) রুকসানা খাইরুন্নেসা, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের গাজীপুরের সাধারণ সম্পাদক হাসান ইউসুফ খান, বাংলাদেশ নদী পরিব্রাজক দল গাজীপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাদসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও খবর

Sponsered content