জাতীয়

গাজীপুর প্রেসক্লাবের উদ্যোগ বিপ্লব ও সংহতি দিবস পালন

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ৭ নভেম্বর ২০২৪ , ৭:৩৪:১৮ প্রিন্ট সংস্করণ

Cfad08c6 3ed6 4f71 Ac4b A34277332828

গাজীপুরে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মাজহারুল আলম। বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল বারী বাবুল, সাংবাদিক শামসুল হক ভূইয়া, জিয়া পরিষদ নেতা আসাদুজ্জামান সোহেল প্রমুখ। এ সময় গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদসহ প্রেসক্লাবের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির তার বক্তব্যে বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতাকে রক্ষা করেছে। দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে। ৭ নভেম্বরের চেতনাকে কোনভাবেই মুছে ফেলা যাবে না। জাতির ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ১৯৭১ সালে ২৬ মার্চ মহান স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তেমনিভাবে তিনি ১৯৭৫ সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতাকে রক্ষা করেছিলেন।

আরও খবর

Sponsered content