অপরাধ

উত্তরায় চেকপোস্টে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

  স্টাফ রিপোর্টার, উত্তরা :: ৫ নভেম্বর ২০২৪ , ১১:১৪:১৭ প্রিন্ট সংস্করণ

0Shares
Screenshot 3

রাজধানীর উত্তরার আট নম্বর সেক্টরে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ের পূর্ব পাশে পলওয়েল কারনেশন শপিং কমপ্লেক্সের সামনে পুলিশের বিশেষ চেকপোস্টে আট হাজারটি ইয়াবা বড়িসহ মো. জামাল হোসেন (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। ইয়াবা ছাড়াও তার কাছ থেকে নগদ আট হাজার টাকা ও দুটি বাটন মোবাইল জব্দ করা হয়।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, সোমবার (০৪ নভেম্বর) বিকেল থেকে উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুর পলওয়েল কারনেশন সেন্টারের সামনে ডিএমপির উত্তরা বিভাগের বিশেষ চেকপোস্ট বসানো হয়। এসময় জামাল হোসেনের পিঠে থাকা ব্যাগে তল্লাশি করে ৪০টি নীল রঙের পলিথিনে রাখা আট হাজারটি ইয়াবা জব্দ করা হয় ও তাকে আটক করা হয়। এ ঘটনায় ডিএমপি উত্তরা পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, জামাল হোসেনের নামে সিএমপির বাকলিয়া থানায় একটি মাদক মামলা, বরগুনার পাথরঘাটা থানায় একটি চুরি ও একটি চাঁদাবাজির মামলা, ভোলা সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা ও পিরোজপুর সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে।
ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তামূলক বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। কার্যক্রম আজ বিকেল ৪টায় শুরু হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশেষ চেকপোস্ট কার্যক্রম চলবে। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

0Shares

আরও খবর

Sponsered content