অপরাধ

গাজীপুরে রাম দা চাপাতিসহ গ্রেফতার ৮

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৭ অক্টোবর ২০২৪ , ১১:৪৬:২৪ প্রিন্ট সংস্করণ

Screenshot 1

গাজীপুরে পনেরোটি ধারালো অস্ত্রসহ আট জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে মহানগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। চাঁদাবাজি, গার্মেন্ট কারখানায় ভাঙচুর, মাদক কারবার ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-শাহরিয়ার হোসেন মৃদুল, বাবুল মিয়া, রায়হান, আবুল কালাম, নাজমুল হোসেন, কিবরিয়া, শরিফুল ও মোমিনুল। তাদের কাছ থেকে ৬টি রাম দা, ৫টি চাপাতি, ২টি চাকু, ২টি ছুরা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তারা সবাই মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি গ্রুপের সমর্থক। শনিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতাররা ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মী পরিচয়ে চাঁদাবাজি, ঝুটের জন্য গার্মেন্ট কারখানায় ভাঙচুর, মাদক কারবার ও কিশোর গ্যাং পরিচালনা করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছিল। ইতোমধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করীম রনির সমর্থক বিবদমান দুটি গ্র“পের মধ্যে ডিশ, ইন্টারনেট ও ময়লার ব্যবসায় বিরোধের জেরে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি সম্প্রতি ২৮ নম্বর ওয়ার্ডে দুপক্ষের বিরোধে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এলাকায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। অবশেষে শুক্রবার রাতে যৌথবাহিনী নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের সাহাপাড়ায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ উলি­খিত ৮ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, শুক্রবার রাতে যৌথ বাহিনী ৮ জনকে দেশীয় অস্ত্রশস্ত্রসহ আটক করে থানায় হস্তান্তর করেছে। শনিবার তাদেরকে অস্ত্র আইনের মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর

Sponsered content