অপরাধ

গাজীপুরে বিপুল পরিমাণ মাদকসহ ৬জন গ্রেফতার

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৭ অক্টোবর ২০২৪ , ১০:৪৭:১৪ প্রিন্ট সংস্করণ

Gazipur Madok Pc

গাজীপুর সদর উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকাসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ জন মাদক সেবনকারীকে আটক করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। শনিবার গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ বিভাগ) আমিনুল ইসলাম জয়দেবপুর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ।
তিনি জানান, গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মৃত আমির কসাইয়ের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির বিভিন্ন ভাড়াটিয়াদের ঘরে তল্লাশি চালিয়ে ৩৯ কেজি গাঁজা, ৫৬০ পিস ইয়াবা এবং দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৮ লাখ টাকা। এছাড়াও মাদক বিক্রির নগদ ৮ লাখ ৮১ হাজার ৯৩৫ টাকা জব্দ করা হয়। অভিযানে ২৫ জন মাদক সেবনকারীকে আটক করা হয় পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, গাজীপুর মহানগরের সদর থানার গজারিয়াপাড়া এলাকার মোছাদ্দিক হোসেন (৩২), ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলের মেহেদী হাসান মিরাজ (৩০), গাজীপুর সদর উপজেলার নয়াপাড়া গ্রামের ফাইমা আক্তার শান্তা (১৮), জুরান শেখের মেয়ে টুনি (৫৫), একই জেলার শ্রীপুর থানার হাসিনা বেগম (৪৫), মাওনা গ্রামের মনিরুল ইসলামের স্ত্রী লতিফা (২৪)। সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিরাজুল ইসলাম, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সেলিম উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content