অর্থ বাণিজ্য

নোমান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশনের প্রতিবাদে নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ২৬ অক্টোবর ২০২৪ , ৬:০৫:২০ প্রিন্ট সংস্করণ

Screenshot 1

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান নোমান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজকে ধ্বংস করা এবং শিল্প উদ্যোক্তাগণের চরিত্র হনন করার জন্য ঘৃন্য ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি কুচক্রি মহল। তারই ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা বানোয়াট চরিত্র হননের মতো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বার্তা বাজার নামের একটি অনলাইনে গত ২৩ অক্টোবর ২০২৪ইং তারিখে সংবাদ প্রকাশ করেন। দেশের হাজার হাজার বিভিন্ন শ্রেনিপেশার মানুষ ওই মিথ্যা বানোয়াট সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
অপরদিকে এ মিথ্যা ও বানোয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে টঙ্গী প্রেসক্লাবে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশের সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে বার বার স্বর্ণপদক পাওয়া শিল্প প্রতিষ্ঠান লাখো শ্রমিক কর্মচারীর রুটি রুজির একমাত্র পাথ্যেয় নোমান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর কর্ণধার আলহাজ¦ নূরুল ইসলাম সামান্য পুজিতে ব্যবসা করে তীল তীল করে বহু কষ্টের বিনিময়ে গড়ে তুলেছেন নোমান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ। তিনি বস্ত্র শিল্পকে আন্তর্জাতিকমান সম্পন্ন করেছেন। বিদেশী বায়ারগণ তার কারখানায় উৎপাদিত আন্তর্জাতিক মানের পণ্য সমূহ বিশ^ বাজারকে ধরে রেখেছেন। তিনি ব্যাংক থেকে লোন নিয়ে শিল্পখাতকে সফলতার পথ দেখিয়েছেন। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাধারণ শ্রমিকদেরকে ছেলে মেয়ের মতো গণ্য করে থাকেন এবং তাদের সাথে পারিবারিক আচরণ করেন। অনেক শ্রমিক কর্মচারীদের চাকুরীর নিশ্চয়তা এবং বহু মসজিদ-মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল প্রতিষ্ঠা করেন। তিনি মাদ্রাসা শিক্ষকদের নিজ খরচে পবিত্র হজ¦ পালনের সুযোগ করে দিয়েছেন। শ্রমিক কর্মচারীদের ছেলে মেয়েদের বিয়ে সাদিতে নগদ অর্থ দান করতেন এবং এতিম ছেলে মেয়েদের বরণপোষণসহ এতিম খানা প্রতিষ্ঠিত করেছেন। তাদের স্ব-উদ্যোগে নিজ খরচে টঙ্গীর বিসিকের রাস্তা এবং ড্রেনের উন্নয়ন কাজ করেন। আলহাজ¦ নূরুল ইসলাম অতি সাধারণভাবে জীবনযাপন করেন। তাকে কোন বিলাসিতায় স্পর্শ করতে পারেনি। সারাদেশে একজন দানবীর হিসেবে পরিচিত। বাহির থেকে কোন মেহমান এবং যে কোন শ্রমিক কর্মচারী তার গুলশানের বাড়িতে গেলে একই টেবিলে বসিয়ে একসাথে খাবার খাওয়ার ইতিহাস খুব কমই আছে, একমাত্র আলহাজ¦ নূরুল ইসলাম ও বেগম নূরুল ইসলাম ব্যতিত। কোম্পানীর ভাইস প্রেসিডেন্ট সৈয়দা সুফিয়া খাতুন মা-বোনদের পর্দানশীলতা মেনে দিনের পথে চলার সৎ পরামর্শ দিয়ে চলছেন। তিনি একটি মাসিক পত্রিকা “আল জান্নাত” ম্যাগাজিন প্রকাশ করেন। বিভিন্ন স্থানে ঘরে ঘরে মা-বোনদের তালিম দেয়ার ব্যবস্থাসহ মহিলা মাদ্রাসা, মহিলা স্কুল-কলেজ প্রতিষ্ঠা করে দিয়েছেন। নিজের ছেলে মেয়েদেরকে আরবি, বাংলা, ইংরেজি ভাষাসহ ব্যবসা পরিচালনা করার বাস্তব অভিজ্ঞতায় সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। তাদের একমাত্র কন্যা নূরে ইয়াসমিন ফাতিমা মহিলা উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত ও ব্যবসায় স্বর্ণপদকপ্রাপ্ত। তিনিও শত শত মহিলাকে চাকুরী দিয়েছেন টঙ্গী ও শ্রীপুরে। এলাকার গরিব অসহায় মানুষের মেয়ের বিয়েসহ অসুস্থ মানুষের সাহায্যের জন্য গেলে তিনি কখনও কাউকে খালি হাতে ফেরত দেননি। বন্যা, খড়া ও শীতকালীন সময়ে সবার আগে নোমান গ্রুপ অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। একজন ভদ্র মহিলার জীবন নিয়ে টানা হেচড়া করা কোন সভ্য মানুষের কাজ হতে পারে না এবং কোন অনুষ্ঠানে কেউ যদি কারো সাথে ছবি তুলতে চায়, তিনি কি না করতে পারেন? জাবের মোহাম্মদ আব্দুল্লাহ এবং জুবায়ের মুহাম্মদ আব্দুল্লাহ তারা উভয় নামাজী। বিশেষ করে জোবায়ের মুহাম্মদ আব্দুল্লাহ ইসলামী শিক্ষায় একজন শিক্ষিত তরুণ। বর্তমান বিশে^ বস্ত্র শিল্পকে এই তরুণ শিল্পতি নোমান গ্রুপের ব্যবসা আরো সম্প্রসারিত আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করার জন্য দিনরাত পরিশ্রম করে থাকেন। যে তরুণ ব্যক্তি জীবনে মহান আল্লাহ পাকের শুকুর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে থাকেন। পিতার মতো লাখো শ্রমিকের রুটি রুজির চাকা সচল রাখতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। স্বাভাবিক ভাবেই ব্যবসা পরিচালনার স্বার্থে সরকার বা বিভিন্ন রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে থাকেন। নোমান গ্রুপও কোন রাজনীতি করেন না, কিন্তু ব্যবসায়ীক স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সাথেও সু-সম্পর্ক রাখতে হয়। যেটা একমাত্র নোমান গ্রুপ করে থাকেন। দেশের এই পরিস্থিতিতে চলমান একটি শিল্প গোষ্ঠীকে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে ধ্বংস করার মতো ঘৃন্ন ষড়যন্ত্র এবং দেশ ও জাতিকে বিভ্রান্ত না করার জন্য নাগরিক সমাজ আহ্বান জানিয়েছেন।
এক প্রশ্নের জবাবে নোমান গ্রুপের মালিক বিগত আওয়ামীলীগ সরকারকে গাড়িতে করে কোটি কোটি টাকা আন্দোলন দমানোর জন্য দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে তিনি জানান। তিনি আরো জানান, ইতিপূর্বে ইনকিলাব পত্রিকায় একটি অসত্য প্রতিবেদন প্রকাশ করেছিল। তার বিরুদ্ধে কোম্পানী প্রতিবাদ এবং মহামান্য হাইকোটে মামলা দায়ের করেছিলেন। তিনি একজন সফল ব্যবসায়ী। তার কোন ক্যাডার গ্রুপের প্রয়োজন হয় না। তিনি কোন রাজনীতি করেন না।
তিনি আরো বলেন, তার ছেলেরা কোন নেশাগ্রস্ত নন। সুষ্ঠুভাবে দেশ-বিদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য রপ্তানি করে দেশের উন্নয়ন করছেন এবং বার্তা বাজারে প্রকাশিত প্রতিবেদনের এই মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও বিচারের দাবি করেন।

আরও খবর

Sponsered content