জাতীয়

আজ শহীদ আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন আইজিপি

  নিজস্ব প্রতিবেদক :: ২৬ অক্টোবর ২০২৪ , ৯:৫৯:১৬ প্রিন্ট সংস্করণ

Screenshot 2

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাচ্ছেন। আজ শনিবার সকালে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারত শেষে তাঁর মা-বাবা ও স্বজনদের সঙ্গে কথা বলবেন আইজিপি।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী। তিনি বলেছেন, আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের খোঁজ-খবর নেওয়া শেষে সেখান থেকে রংপুর মেট্রোপলিটন পুলিশের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর দুপুর ১টার দিকে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সমাবেশে যোগদান শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। পুলিশ কমিশনার মজিদ আলী জানান, আইজিপি স্যারের আগমন ঘিরে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content