জাতীয়

কমলাপুরে বগি লাইনচ্যুত, টঙ্গীতে ১২ ঘণ্টা ধরে আটকে আছে সবজিবাহী ট্রেন

  নিজস্ব প্রতিবেদক :: ২৫ অক্টোবর ২০২৪ , ৪:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ

Gazipur Pc

রাজধানীর কমলাপুর রেলস্টেশন এলাকায় আন্তনগর ট্রেন ‘পঞ্চগড় এক্সপ্রেস’-এর বগি লাইনচ্যুত হওয়ায় ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আজ শুক্রবার সকালে ঢাকা থেকে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হলেও গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টা থেকে টঙ্গী রেলস্টেশনে আটকে আছে পঞ্চগড় থেকে ছেড়ে আসা সবজিবাহী ‘স্পেশাল ভেজিটেবল ট্রেন’টি।
এদিকে সবজিবাহী ট্রেনটি আটকে থাকায় টঙ্গী থেকে রেলে ভ্রমণ করা যাত্রীরা ভোগান্তিতে পড়েছে। আজ ৩টার দিকে টঙ্গী রেলস্টেশনে ট্রেনের টিকিট বিক্রির কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় খবর জানতে পেরে ট্রেনে ভ্রমণ করতে আসা লোকজন ফিরে গেছেন। যারা আগেই টিকিট সংগ্রহ করেছিলেন, তাঁরা অনেকে টিকিট ফিরিয়ে দিয়ে নগদ টাকা বুঝে নেন।
টঙ্গী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মো. ইমরান হাসান  বলেন, গতকাল রাত থেকে সবজি পরিবহন করা স্পেশাল ভেজিটেবল ট্রেন ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘ঢাকা মেইল’ ট্রেন দুটি টঙ্গী প্ল্যাটফর্মে আটকে আছে। ঢাকা থেকে নির্দেশনা পেলেই ট্রেন দুটি তেজগাঁও ও কমলাপুর রেলস্টেশনের উদ্দেশে যাত্রা করবে।
এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে রেলস্টেশন এলাকার চারপাশে কড়াকড়ি নজর রেখেছি। তবে সবজিবাহী ট্রেনটির নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে আসছি।

আরও খবর

Sponsered content