স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১৬ অক্টোবর ২০২৪ , ৮:২৫:২১ প্রিন্ট সংস্করণ
ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মাকে শান্তি দিতে বাংলাদেশের মাটি থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, স্বৈরশাসকের বিদায় হয়েছে ফিরিয়ে আনার জন্য নয়। জীবন থাকতে এ দেশের রাজনীতিতে গণহত্যাকারী আওয়ামী লীগকে ঠাঁই দেওয়া হবে না। আজ বুধবার (১৬ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে গণঅধিকার পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
আগে রাষ্ট্র সংস্কার, পরে নির্বাচনের চিন্তাভাবনা- এমন মন্তব্য করে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি বাংলার মাটি থেকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। অসংখ্য ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বৈরশাসকের বিদায় হয়েছে আবার ফিরে আসার জন্য নয়, ফিরিয়ে আনার জন্য নয়। দ্রুত সময়ের মধ্যে স্বৈরাচার আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার মাধ্যমে অভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার শান্তি দিন।’
ডাকসুর সাবেক ভিপি বলেন, ‘যারা বিভিন্নভাবে বিচারপতি, ডিসি, এসপি নিয়োগ দিতে প্রতিযোগিতায় নেমেছেন, আপনারা কিন্তু গণহত্যাকারীদের ঠেকাতে পারছেন না। কিন্তু আমাদের জীবন থাকতে এ দেশের রাজনীতিতে গণহত্যাকারী আওয়ামী লীগকে ঠাঁই দেওয়া হবে না।’ আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার জন্য ভারতসহ বেশ কিছু দেশ উঠেপড়ে লেগেছে বলে হুঁশিয়ার করেন তিনি।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে নুর বলেন, ‘শুধু একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসায়নি। স্বৈরসরকার রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, তা সংস্কারের মাধ্যমে জনবান্ধব রাষ্ট্র কাঠামো দাঁড় করাতে হবে। তারপর একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবেন। জন-আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কিছু করার চেষ্টা করলে ফল ভালো হবে না।’
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রসঙ্গে ভিপি নুর বলেন, ফেনী, নোয়াখালী, ময়মনসিংহ, নেত্রকোনাসহ উত্তর অঞ্চলে বেশ কিছু এলাকায় বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, উৎপাদন কমেছে। সে কারণে ডিমের দাম থেকে শুরু করে শাকসবজির দাম বাড়ছে। কিন্তু জনগণ যাতে কষ্ট না পায়, সেই গ্যারান্টি সরকারকে দিতে হবে। প্রয়োজনে নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি অব্যাহত রাখতে হবে। গণঅধিকার পরিষদ গাজীপুর জেলা শাখার আহ্বায়ক পাঠান আজাহারের সভাপতিত্বে মনির মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশেষ অতিথি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ সংগঠনের জেলা-উপজেলার নেতা-কর্মীরা।