নিজস্ব প্রতিবেদক :: ১৫ অক্টোবর ২০২৪ , ৪:১৮:২৪ প্রিন্ট সংস্করণ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ডেঙ্গু মহামারি থেকে জনগণকে রক্ষা করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইতি মধ্যে আমরা তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু মহামারি প্রতিরোধে আগাম প্রস্তুতি নিয়ে আমরা কাজ শুরু করেছি। ছাত্র-জনাতার তীব্র আন্দোলনে আমরা অন্তর্র্বতীকাল সরকার পেয়েছি। এ সরকারের কাছে জনগণের অনেক প্রত্যাশা। ডেঙ্গু রোগীর চিকিৎসা সেবায় অনতিবিলম্বে হাসপাতালে আরো বেড বাড়াতে হবে। আজ মঙ্গলবার সকালে রাজধানীর উত্তরা আজমপুর, আমির কমপ্লেক্সের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছত্র-জনতার রক্তের উপর দিয়ে এসেছে এ সরকার, ছাত্র- জনতা, রিক্সা চালক, গার্মেন্টস কর্মীসহ যারা এ আন্দোলনে নিজের জীবন বলিদান দিয়েছে তারা কেন না খেয়ে থাকবে। আমাদেরকে আরো বেশি গনতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটতে হবে, মানুষকে স্বস্তি দিতে হবে। দ্রব্য মূল্যের দাম কারা বাড়াচ্ছে সে দিকে খেয়াল রাখতে হবে। শুধু নিরপেক্ষতার কথা বলে চুপচাপ বসে থাকলে চলবে না।
তিনি অন্তর্র্বতীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, স্বৈরাচার শেখ হাসিনার আমলে এক জেলায় সহস্রাধিক পুলিশ সদস্য নিয়োগ দিয়ে দেশটাকে নিজের তালুকদারী মনে করতো। সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। শেখ হাসিনা অসহায় মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে। সাইবার ক্রাইম আইন তৈরি করে মানুষের বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছিলো, আয়না ঘর তৈরি করে শেখ হাসিনা বাংলাদেশকে গণকরবে পরিনত করেছে। এতো কিছুর পরও তার দোসররা এখনো বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আপনাদের সকলকে সজাগ থাকতে হবে।
এসময় বক্তব্য রাখেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রাথী তাবিদ আউয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম এবং যুব নেতা এস এম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডঃ রফিকুল ইসলাম, এম কপিল উদ্দিন, মোস্তাফিজুর রহমান সেগুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম হেলালি, মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম- আহ্বায়ক মোস্তফা জামান, উত্তরখান থানা বিএনপির যুগ্ম- আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, মো: আহসান উল্লাহ, উত্তরা পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম।
অনুষ্ঠান শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র পক্ষে উপস্থিত নেতৃবৃন্দদের সাথে নিয়ে উত্তরা আমির কমপ্লেক্স থেকে শুরু করে আজমপুর এলাকায় ডেঙ্গু জ্বর হলে করনীয়, চিকিৎসা ও প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন যুবনেতা এস এম জাহাঙ্গীর ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।