অপরাধ

টঙ্গীতে বীর মুক্তিযোদ্ধার সন্তানের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ১৩ অক্টোবর ২০২৪ , ১:১৬:৫৬ প্রিন্ট সংস্করণ

P

গাজীপুর মহানগরীর টঙ্গীর পাগাড় এলাকায় বীর মুক্তিযোদ্ধার সন্তান মাহফুজুর রহমান বাবুর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ১৯ সেপ্টেম্বর রাতে আলেরটেক মসজিদ রোড এলাকায় জনৈক ফাতেমার বাড়ীর সামনে এ হামলার ঘটনাটি ঘটে। এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর মো: শাহাদাৎ হোসেন মোল্লা ওরফে বকুল বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় ১৪ জনের নাম এবং ৭/৮জনকে অজ্ঞাত করে একটি লিখিত এজাহার দায়ের করেন।
এজাহারে উল্লেখিত আসামীরা হচ্ছেন-মিনার (৩০), পিতা: মোমিন সরদার, গ্রাম: মিরাশপাড়া, টঙ্গী পূর্ব, গাজীপুর, রাসেল (২৮), পিতা: আব্দুল হামিদ, গ্রাম: আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, মামুন (২২), পিতা-আজিজুল্লা, গ্রাম: মিরাশপাড়া, টঙ্গী পূর্ব, গাজীপুর, কাইল্লা বাবুল (৩৪), পিতা-নুর ইসলাম, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, নূর হোসেন (৩৬), পিতা-নূর ইসলাম, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, জাহিদ (২২), পিতা-অহিদ, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, ইমন (২৪), পিতা-ফারুক, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, বাবর আলী (২৫), পিতা-রহমত আলী, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, শামীম টোকাই (২২), পিতা-অজ্ঞাত, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, তমাল (২৪), পিতা-অজ্ঞাত, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, বাবু (২৭), পিতা-অজ্ঞাত, গ্রাম: টঙ্গীর নতুন বাজার (চাউল ব্যবসায়ী), শরীফ (২৪), পিতা-অজ্ঞাত, গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর, খলিল (২৭), পিতা-অজ্ঞাত গ্রাম: পাগাড় আলেরটেক, টঙ্গী পূর্ব, গাজীপুর। এছাড়াও আরো ৭/৮জন অজ্ঞাতনামা উল্লেখ করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০ ঘটিকার সময় টঙ্গী পূর্বথানাধীন পাগাড় আলেরটেক মসজিদ রোড জনৈক ফাতেমার বাড়ীর সামনে পূর্ব শত্রুতার জের ধরে ১৫/২০জন দলবদ্ধ হয়ে মাহফুজুর রহমান বাবুর উপর হামলা করে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে ২০হাজার ৩শ’ টাকা নিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। হামলাকারীরা বে-আইনী জনতাবদ্ধে পথরোধ করিয়া তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করা হয়েছে।
এ বিষয়ে মাহফুজুর রহমান বাবুর পিতা বীর মুক্তিযোদ্ধা মীর মোছাদ্দেক হোসেন বলেন, আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমি টঙ্গী থানা কমান্ড বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর এর প্রতিষ্ঠাতা কমান্ডার। একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও আমার ছেলের উপর তারা হামলা করেছে। আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার জন্য এভাবে হামলা করেছে। এতো কষ্ট করে দেশ স্বাধীন করেছি আজ সেই স্বাধীন দেশে আমরা আজ নিরাপদ নেই। আমি এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।

আরও খবর

Sponsered content