অপরাধ

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডের আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ৬ অক্টোবর ২০২৪ , ৭:০৪:৪০ প্রিন্ট সংস্করণ

Gazipur Pc

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো. আব্দুল মতিনকে (৩৭) গ্রেফতার করেছে র‌্যাব সদস্যরা। আজ রোববার ঢাকার বংশাল থানার জল্লাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে মানিকগঞ্জ র‌্যাব-৪ এর সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতার মতিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল হক হাওলাদারের ছেলে। গত ৬ আগস্ট তিনি কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান।
র‌্যাব সূত্রে জানা যায়, ভিকটিম জয়নাল মিয়া (৫৫) ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ভাটপাড়া সাকিনস্থ আমতলী বাজারে নিরাপত্তা প্রহরীর চাকরি করতেন। আসামি মতিন বিগত ২০১৪ সালের ১৪ জুলাই রাতে তার সহযোগী হুমায়ুন ও অজ্ঞাতনামা ২/৩ জন নিয়ে জনৈক সেলিম মিয়ার দোকানে চুরি করার উদ্দেশ্যে ঝাপ খুলতে শুরু করে।
অতঃপর ভিকটিম উক্ত কাজে বাধা দিলে আসামি মতিন ও তার সহযোগীরা অতর্কিতভাবে ভিকটিমের ওপর হামলা করে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর মতিনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে গাজীপুরের কোনাবাড়ি মেট্রোপলিটন পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও খবর

Sponsered content