অপরাধ

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জের বিএনপির চার নেতা বহিষ্কার

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৩৮:৫১ প্রিন্ট সংস্করণ

Screenshot 5

গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনার পর শ্রমিক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ও বুধবার (২৫ সেপ্টেম্বর) আলাদাভাবে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।
বহিষ্কৃত চারজন হলেন শ্রমিক দলের শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল কমিটির আহ্বায়ক কাজল ফকির, গাজীপুর জেলা কৃষক দলের আহ্বায়ক এস এম আবুল কালাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এসএম পলাশ চঞ্চল ও শ্রীপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে যুক্ত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শ্রমিক দল, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালার সিএন্ডবি এলাকায় এসকিউ সেলসিয়াস কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের দুগ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সেখানে এক নেতার ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এদিকে, পাল্টাপাল্টি ধাওয়া ও অস্ত্রের মহড়ার সংবাদ সংগ্রহ করতে যাওয়া এক সাংবাদিককে পিস্তল ঠেকিয়ে ভিডিও ফুটেজ মুছে ফেলার (ডিলিট) অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যমুনা টিভির সাংবাদিক হোসাইন আলী বাবু শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও খবর

Sponsered content