জাতীয়

পুলিশ বাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ আইনের বাইরে কাজ করার সুযোগ নেই: ডিএমপি কমিশনার

  নিজস্ব প্রতিবেদক :: ২৬ সেপ্টেম্বর ২০২৪ , ৫:৫১:৪২ প্রিন্ট সংস্করণ

Screenshot 7

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, পুলিশ বাহিনীর কাছে মানুষের প্রত্যাশা অনেক। তা পূরণে আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি। আইন ও বিধির মধ্যে থেকে এমনভাবে কাজ করতে হবে, যেন প্রত্যাশা পূরণ হয়। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রাজারবাগ পুলিশ লাইনস একটি ঐতিহ্যবাহী ও পবিত্র স্থান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধের সূচনা এখান থেকেই হয়েছিল। ডিএমপি হলো বাংলাদেশ পুলিশের দর্পণস্বরূপ। ডিএমপির প্রতিটি সাফল্য ও অর্জন বাংলাদেশ পুলিশের প্রত্যেক সদস্যকে অনুপ্রাণিত করে।
তিনি বলেন, পুলিশ বাহিনী রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। রাষ্ট্র যে দায়িত্ব দেয়, তা যথাযথভাবে পালন করতে হবে। পুলিশের প্রতিটি কাজ আইন ও বিধি নিয়ন্ত্রিত। আইনের বাইরে পুলিশের কাজ করার সুযোগ নেই। আইনের মধ্যে থেকেই কাজ করতে হবে। কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারকে জানান। তিনি সমস্যা সমাধানে সবাইকে আশ্বস্ত করেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. ইসরাইল হাওলাদার বলেন, কেউ আমাদের শত্রু নন, জনগণ আমাদের বন্ধু। আমাদের কাজ হলো দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা। এর জন্য ডিএমপির সব ফোর্সকে রাত-দিন কাজ করতে হবে। পুলিশের কাজই হচ্ছে মানুষের সেবা দেওয়া। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) খোন্দকার নজমুল হাসান উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বপালনের পাশাপাশি ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে।
পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে বিশেষ কল্যাণ সভা শুরু হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার রওনক আলম। কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনার ও ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content