বাঞ্ছারামপুর প্রতিনিধি :: ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ৭:৫৭:৩৭ প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছেন। আজ ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন প্রাথমিক সহকারি শিক্ষকরা। মানববন্ধনে উপজেলার ১৩৯টি বিদ্যালয় থেকে আগত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। এসময় তাদের দাবি আদায়ে নানা স্লোগান নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
এ বিষয়ে আগামীকাল (বৃহস্পতিবার) সকালে দশটায় বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্বারক্ষলিপি প্রদান করবেন। বক্তারা অবিলম্বে দেশের প্রধান উপদেষ্টার কাছে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি করেন। অন্যথায় কঠোর আন্দোলন করতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে শিক্ষকরা জানান, বর্তমানে তারা ১৩ তম গ্রেডে শিক্ষকতা করছেন। ইউনিয়ন ভূমি সচিব, পুলিশের সাব ইনসপেক্টর এবং সিনিয়র নার্স ১০ম গ্রেডে বেতন পান। এটি চরম বৈষম্য, একই যোগ্যতাসম্পন্ন হয়েও ১৩তম গ্রেডে থাকায় সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন তারা। বর্তমান সরকার বৈষম্য নিরসনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১২ তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করেছে। কিন্তু, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করে ১০ তম গ্রেডে উন্নীত করার দাবি জানান শিক্ষকরা।
তারা আরও বলেন, দাবি নিয়ে শিক্ষকদের এখনও রাস্তায় নামতে হয় যেটি অত্যন্ত দুঃখজনক। সরকারের উচিত আমাদের দাবি পূরণ করা। ১০ম গ্রেড আমাদের ন্যায্য দাবি। যদি এই দাবী পূরণ না করে তাহলে ভবিষ্যতে মেধাবীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা পেশায় না এসে অন্য পেশায় ছুটবেন। বক্তারা বলেন, শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়নে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তারা।