প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৪১:৫৬ প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক :: যৌতুকের মামলায় কারাগারে বগুড়ার আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) কাওছার আলী। রবিবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
তথ্যসূত্রে জানা যায়, তার স্ত্রীর অভিযোগ তার স্বামী তার উপর মানসিক-শারীরিকভাবে নির্যাতনসহ ১০ লাখ টাকা যৌতুকের দাবি করতেন। প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে করেন কাওছার আলী। পরবর্তীতে তার স্বামী নামে সিরাজগঞ্জ জেলা আদালতে যৌতুক ও নারী নির্যাতনের মামলা দায়ের করেন স্ত্রী আসমা খাতুন। মামলার হাজিরায় উপস্থিত হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।