নিজস্ব প্রতিবেদক :: ২ নভেম্বর ২০২৪ , ১:২২:৪৮ প্রিন্ট সংস্করণ
সাভারে চুরি হওয়া ২২ লাখ টাকা মূল্যের গার্মেন্টস পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন প্রতারককে আটক করা হয়েছে। আজ শনিবার (২ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এর আগে গতকাল শুক্রবার ভোররাতে সাভার মডেল থানাধীন বিরুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোস্তফা জামাল (৪৪), নাজমুল হাসান (৩৫) ও মো. দেলোয়ার হোসেন (৪৪)।
পুলিশ জানায়, গত ২১ অক্টোবর বিকেলে সাভার থানার খাগান এলাকায় অবস্থিত এ্যাপারেলস ভিলেজ লি. কারখানা থেকে প্রায় ২২ লাখ টাকা মূল্যের পাঁচ হাজার ৫৪৮.৬২ কেজি সুতা প্রতারণা করে চুরি করে গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা (নং-৬০) দায়ের করা হয়। পরে শুক্রবার ভোররাতে সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম সাভারের বিরুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া সুতা ও পিকআপ ভ্যান জব্দ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, গার্মেন্টসের সুতা চুরির ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তিন প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে চুরি যাওয়া সুতা ও সুতা পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয় বলে জানান তিনি।