প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৪ , ২:০৯:০৮ প্রিন্ট সংস্করণ
স্টাফ রির্পোার, টঙ্গী :: গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর তাঁতীদল। আজ বৃহস্পতিবার সকালে ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নেতাকর্মীরা।
গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক মো: তাজুল ইসলাম বেপারীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন, পীরজাদা মো: নোয়াব আলী, টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী, তাইজুদ্দিন তাজু, আতিকউল্লাহ মিন্টু, শেখ ফরিদ, জুনায়েদ হোসেন মকবুল, হাসান চঞ্চল, মেহেদী, মাসুদ রানা, আমিনুল ইসলাম বাবু, মো: রুবেল, মো: বিল্লাল, মো: রিপন, মো: আলম ও মো: মমিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ একজন দুর্নীতিবাজ। তিনি দুবারের মেয়রের (ভারপ্রাপ্ত) পদে থাকাকালে গাজীপুর মহানগরীতে উন্নয়ন না করে জনগণের অর্থ হাতিয়ে নিয়েছেন। তিনি একজন ভূমিদস্যু। আওয়ামীলীগ সরকারের আমলে তার ভয়ে কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোরে যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় শিকারপুর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের হাতে গ্রেফতার হন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।