জাতীয়

সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে : হেফাজতে ইসলাম

  নিজস্ব প্রতিবেদক :: ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ১০:৪১:৪০ প্রিন্ট সংস্করণ

Screenshot 7

হেফাজতে ইসলামির মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান বলেছেন, ‘জালেম শাসকগোষ্ঠী থেকে স্বাধীনতা অর্জনে উলামায়ে কেরামের সবচেয়ে বেশি অবদান রয়েছে। আগামীতে এই জমিনে কোনো জালেমকে ছাত্র-জনতা বরদাশত করবে না। সংবিধান সংশোধন করে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস প্রতিস্থাপন করতে হবে। আগামী শিক্ষাবর্ষ শুরুর আগেই জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিয়ে নতুন পাঠ্যপুস্তক তৈরি করতে হবে। ২০১৩ সাল থেকে অধ্যাবধি হেফাজতের নামে দায়েরকৃত সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি চত্বরে আয়োজিত রংপুর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন নায়েবে আমির মাওলানা ইউনুস। এতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য দেন নায়েবে আমির মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা ফজলুল করীম কাসেমী, অর্থ সম্পাদক মুফতি মুনির হুসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরুল্লাহ, সহকারী অর্থ সম্পাদক মুফতি কামাল উদ্দীন, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা রেজাউল করিম, দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদ প্রমুখ।

আরও খবর

Sponsered content