জাতীয়

ষড়যন্ত্র করে দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না: হাসান সরকার

  প্রতিনিধি ১ জানুয়ারি ২০২৫ , ৩:৫৮:২১ প্রিন্ট সংস্করণ

Screenshot 5

স্টাফ রিপোর্টার :: বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশ ও দেশের মানুষকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছেই। ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র করে দেশের মানুষকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। মঙ্গলবার দুপুরে টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স ময়দানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেন, আওয়ামী লীগের রাজনীতি ছিল ধর্মনিরপেক্ষতা (সেক্যুলারিজম) আর বিএনপির রাজনীতি হলো ইসলামকে ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠা করা। এই জন্যই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের মাঝে চির অমর হয়ে থাকবেন। কারণ তিনি ক্ষমতায় এসে সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন করেছেন। দেশের প্রতিটি মুসলমান তার কাজের শুরুতেই বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে শুরু করেন।
তিনি আরও বলেন, আমরা দীর্ঘদিন যাবত ক্ষমতায় নাই। তারপরও আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা প্রতিবছরই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। হাসান উদ্দিন সরকার দুর্নীতির চিত্র তুলে ধরে বলেন, সারা দেশে আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে এমপি-মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। একটি পত্রিকায় দেখলাম পরিবহণ শ্রমিক নেতা শাজাহান খানের প্রতি বছর দেড় হাজার কোটি টাকা আয়। তাহলে শাজাহান খানের চেয়ে বড় বড় নেতাদের আয়ের পরিমাণ কত হবে তা আপনারা চিন্তা করে দেখেন। দেশ তথা আমাদের সম্পদ আওয়ামী লীগের লোকজন লুটেপুটে নিয়ে গেছে। কেবল আমরা বেঁচে আছি।
টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে ও ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারের সঞ্চালনায় এতে প্রধান বক্তার বক্তব্য দেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম-আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত হোসেন শাহিন, হাজী বাবর আলী, আব্দুস সাত্তার মিয়া, শেখ মোহাম্মদ সুমন, আলী আহমেদ টুকু, সাইফুল আক্তার, আনোয়ার হোসেন প্রমুখ।
রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, বিগত ১৫ বছর ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগ জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে তুলে ধরতে চেয়েছিল। শেখ হাসিনা দেশে উলুধ্বনির প্রচলন করতে চেয়ে ছিলেন। এখন তিনি ভারতে বসে খুব কাছ থেকে উলুধ্বনি শুনতে পাচ্ছেন।পরে এলাকার শীতার্ত মানুষের মাঝে প্রায় ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content