জাতীয়

শ্রম সচিবের আশ্বাসে গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার

  স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ১১ নভেম্বর ২০২৪ , ৪:১০:৩০ প্রিন্ট সংস্করণ

Gazipur Pc

তৃতীয় দিনের মতো টানা ৫৩ ঘণ্টা পর শ্রম সচিবের আশ্বাস পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন গাজীপুরের টিএন্ডজেট গ্রুপের ৬ কারখানার পোশাক শ্রমিকরা। সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে গত ৯ নভেম্বর শনিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় অবস্থান নেন। ফলে তিনদিন ধরে ঢাকা থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া বাসসকে বলেন, শ্রমিকদের পাওনাদি কীভাবে পরিশোধ করা যেতে পারে সে ব্যাপারে সচিব মহোদয়ের সঙ্গে আলোচনা করবো। এই আশ্বাসের পর শ্রমিকরা আজকের মতো অবরোধ ছেড়ে দিয়েছেন।
তিনি আরও বলেন, ‘বেতন না পেলে মহাসড়ক ছাড়বো না’—এই দাবিতে শ্রমিকরা সড়কে শক্ত অবস্থান নিলে এক মাসের বেতন আগামী ১৭ নভেম্বর রোববার প্রদান করা হবে বলে মুঠোফোনে শ্রম সচিব প্রতিশ্রুতি প্রদান করেন। এমন আশ্বাসের প্রেক্ষিতে আজ সোমবার দুপুর ২টার দিকে টিএনজেড গ্রুপের আন্দোলনকারী শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নেন। এতে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে তৃতীয় দিনের মতো টানা ৫৩ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের অবসান হলো।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) নাজির আহমেদ বলেন, সোমবার দুপুর ১টার পর শ্রম মন্ত্রণালয়ের সচিব শ্রমিকদের উদ্দেশ্যে মোবাইল ফোনে বক্তব্য দেন। তার ওই বক্তব্য সেখানকার মাইকে প্রচার করা হয়। এ সময় সেখানে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, শিল্প পুলিশ ও আন্দোলনকারী শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content