স্টাফ রিপোর্টার : টংগীস্থ পাগার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ ও জামায়াত নেতা প্রয়াত খান মুহাম্মদ ইয়াকুব আলী’র স্মরণে গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টংগী পূর্ব থানার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে এ আয়োজন করা হয়। গাজীপুর প্রাইভেট স্কুল এসোসিয়েশন, টংগী পূর্ব থানা সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে স্মরণ সভায় মরহুম ইয়াকুব আলী স্যারের বর্ণাঢ্য জীবন কর্ম নিয়ে আলোচনা করেন টংগী থানা জামায়াতে ইসলামীর আমির মো. নজরুল ইসলাম, টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, টংগী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল মন্ডল, মো: শাহাবুদ্দীন, হেদায়েত উল্লাহ, মজিবুর রহমান, এড. আশরাফুল আলম রাজু, এসএম সোবাহান ইকবাল , ওয়াহিদ উল্লাহ, আলমগীর হোসেন মিঠু, শামীম আহমেদ, আবুল কালাম আজাদ, চাঁন মিয়া প্রধান, আবু হানিফ তুহিন, সারোয়ার হোসেন।