অপরাধ

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৬

  নিজস্ব প্রতিবেদক :: ২ অক্টোবর ২০২৪ , ৫:১৩:০৫ প্রিন্ট সংস্করণ

Screenshot 9

রাজবাড়ীর পাংশায় দুটি আগ্নেয়াস্ত্র ও চারটি দেশীয় তৈরি অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন– সিরাজ উদ্দিন মণ্ডল (৬০), উজ্জ্বল আলী মণ্ডল (৩৬), ইয়ারুল ইসলাম (৫৩), শামীম শেখ (২৫), নজরুল (৩৫) ও তোহিদুল (২৬)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা অস্থায়ী আর্মি ক্যাম্পের একটি টিম ও পাংশা মডেল থানার একদল পুলিশ যৌথভাবে উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণখোলা এলাকায় অভিযান চালায়। এ সময় তারা একটি রাইফেল, একটি লম্বা নলের পিস্তল, তিনটি রামদা ও একটি কুড়ালসহ ছয়জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে চাঁদাবাজি, লুটপাট, হামলা ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধের অভিযোগ আছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা করে বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও খবর

Sponsered content