অপরাধ

মেয়াদোত্তীর্ণ কেক-দইয়ে নতুন স্টিকার লাগিয়ে ধরা ‘গাউসিয়া সুইটস’

  নিজস্ব প্রতিবেদক :: ৩ নভেম্বর ২০২৪ , ৫:৪৩:০৫ প্রিন্ট সংস্করণ

Screenshot 2

মেয়াদোত্তীর্ণ কেক ও দইয়ে নতুন মেয়াদযুক্ত স্টিকার লাগিয়ে বিক্রি করে ভোক্তাধিকারের অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা গুণতে হলো ‘গাউসিয়া সুইটস’কে। এছাড়া নানান অপরাধে আরও পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (৩ নভেম্বর) নগরের হালিশহরে ফইল্যাতলী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। এছাড়া অভিযানে ছিলেন সহকারী পরিচালক নাসরিন আক্তার ও মো. আনিছুর রহমান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে বিভিন্ন অপরাধে ফারুক পোল্ট্রি এন্ড সেলস সেন্টারকে ৩ হাজার টাকা, আবুল হোসেনের মাংসের দোকানকে ২ হাজার টাকা এবং তাইফা পোল্ট্রি এন্ড সেল সেন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে আজাদ পোট্রি হাউসকে ওজনে কারচুপির কারণে ৬ হাজার টাকা, পণ্যের মোড়ক বিধি লঙ্ঘন করা ও ক্রয় ভাউচার না থাকায় ‘গাউসিয়া প্রিমিয়াম সুইটস এন্ড বেকারি’ কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাধিকার চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বিভিন্ন অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়ার পাশাপাশি যেন এহেন অপরাধ সংগঠিত না হয় সে বিষয়ে সতর্ক করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content