নিজস্ব প্রতিবেদক:: ৪ ডিসেম্বর ২০২৪ , ৬:২৩:১৬ প্রিন্ট সংস্করণ
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক অসুস্থ হয়ে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে তিনি মাওলানা মামুনুল হকের সঙ্গে দেখা করেন। এসময় তিনি মাওলানা মামুনুল হকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মো. মোবারক হোসাইন এবং অন্যান্য নেতারা।