প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৪ , ১১:০২:২৫ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার :: মহান বিজয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী টঙ্গী প্রেসক্লাবে সোমবার ১৬ ডিসেম্বর আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।
হাসান উদ্দিন সরকার বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সাংবাদিকরা সত্য তথ্য তুলে ধরতে পারেনি। এখন স্বাধীনভাবে লিখতে পারছেন। সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। তবে আপনারা সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবেন। কারণ আপনারা ঐক্যবদ্ধ থাকলে সমাজ ও রাষ্ট্রের উপকার হয়। এ সময় সবাইকে সত্য ও বস্তুনিষ্ট সাংবাদিকতা করার আহবান জানান।
টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: মেরাজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা আবদুর রহিম খান কালা, বিএনপি নেতা শামীম বেপারী, বিএনপি নেতা আজিজুল হক রাজু মাষ্টার। বক্তব্য রাখেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো: মেরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব মো: নুরুল ইসলাম, আলহাজ্ব সৈয়দ আতিক, সাবেক সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লা, বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মো: শহীদুল্লাহ, সাংবাদিক শেখ মো: আজিজুল হক, শাহজাহান শোভন, আব্দুস সবুর খান, সফি মাষ্টার, জাকারিয়া চৌধুরী, এম আর নাসির, এস এম মিন্টু প্রমুখ। এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।