লেখক: মিলন রায় :: ৬ অক্টোবর ২০২৪ , ১২:৫১:০১ প্রিন্ট সংস্করণ
আজি এই পূণ্য লগনে,
সকল শিক্ষক গুনীজনে।
মনের সকল হিংসা সৎকার,,
শিক্ষক সমাজ লও হে নমস্কার।।
যে বীজ বুনেছিলে মোর হৃদয়ে,
হাজারো স্বপ্ন বুকে জমিয়ে।
চলেছি নিরবধি অজানা পানে,,
হইনিকো মানুষ বাধাবিঘ্নে।।
হে মহান শিক্ষকেরা,
আজ মোরে কর হে ক্ষমা।
আজকের সমাজে না হয়ে রক্ষক,,
হয়ে গেছি অমানুষ আর ভক্ষক।।
লুফে নিতে পারিনি তখন,
শিক্ষকের মহান শিক্ষা।
আজ প্রতি শিক্ষকেরা অসহায়,,
চায় যে জীবন ভিক্ষা।।
শিক্ষিত হয়েও আজ সবে মোরা,
জাতি হিসেবে লজ্জিত।
শিক্ষক হয়ে গড়বো সমাজ,,
নিজেকে মনে হবে গর্বিত।।