স্পোর্টস ডেস্ক :: ৬ অক্টোবর ২০২৪ , ৩:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হয়েছে পাকিস্তান। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে টস জিততে পারেনি ভারতের মেয়েরা। নকআউটের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববারের ম্যাচে হেরে গেলে নকআউট পর্বে জায়গা অর্জন কঠিন হয়ে পড়বে ভারতের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মেয়েদের কাছে হেরে এরইমধ্যে পয়েন্ট টেবিলের তলানীতে চলে গেছে ভারত।
টিকে থাকতে হলে জয়ের সঙ্গে আজ রানরেটও বাড়িয়ে নিতে হবে ভারতকে। কারণ সামনের ম্যাচগুলোতে ভারতের জন্য কঠিন লড়াই অপেক্ষা করছে। হারমানপ্রিত কাউরের দল পরের ম্যাচে মোকাবেলা করবে শ্রীলঙ্কাকে। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে এখনো জয়ের দেখা পায়নি শ্রীলঙ্কা। তবে ভারতের বিপক্ষে যে ভালো কিছু করতে পারবে না লঙ্কানরা, সে নিশ্চয়তা দেওয়ার সাধ্য কার আছে! আর অস্ট্রেলিয়া কী করতে পারে, সেটা তো ভালোভাবেই জানা আছে ভারতের।