জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্দারসহ পাঁচ ডাকাতক গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক:: ৮ ডিসেম্বর ২০২৪ , ২:০৯:৫৭ প্রিন্ট সংস্করণ

Screenshot 4

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সর্দারসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল ও চারটি ছোরা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার সদর উপজেলার মালিহাতা গ্রামের মো. লিয়াকত আলী, চান্দিয়ারার মো. শরীফ, সাদেকপুরের মো. সাগর, মালিহাতার মো. শামীম মিয়া, ইসলামবাগের মো. আলী আজম। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্ততি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে, লিয়াকত আলী ও আলী আজমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও খবর

Sponsered content