জেলার সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজন গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক:: ৭ ডিসেম্বর ২০২৪ , ২:৫৫:০৯ প্রিন্ট সংস্করণ

Screenshot 3

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে একটি পিস্তল ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার দুর্গাপুর এলাকার মেঘনা তীরবর্তী পরিত্যক্ত একটি ব্রিকস ফিল্ডের পাশে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে। এ ঘটনায় মামলা দায়ের করে শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার দুর্গাপুর গ্রামের মুছা মিয়া (৪৪), একই এলাকার মো. হুমায়ুন (৪৫) ও বাহাদুরপুরের মো. হাশেম মিয়া (৪২)। তাদের কাছ থেকে কাঠের হাতলযুক্ত পুরোনো রিভলবার, তিনটি বুলেট, দু’টি রামদা, তিনটি ছোরা, একটি চাপাতি উদ্ধার করা হয়। আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আরও খবর

Sponsered content