জাতীয়

বিশ্ব হস্তলিখন প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ ইমতিয়াজের সাফল্য

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ৮ অক্টোবর ২০২৪ , ১২:০৯:০৫ প্রিন্ট সংস্করণ

2024

বিশ্ব হস্তলিখন প্রতিযোগিতা -২০২৪ এ বাংলাদেশের তরুণ ইসলামুল হক ইমতিয়াজ প্রথম স্থান অধিকার করেছেন। সম্প্রতি আমেরিকাতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বয়স ভিত্তিক ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রতি বছরের ন্যায় এবারও এই প্রতিযোগিতা হয়। Functional Handwriting Manuscript (20-64 Age) ক্যাটাগরিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীতের মধ্যে বাংলাদেশের ইমতিয়াজ প্রথম স্থান অর্জন করেন।
ইমতিয়াজ গাজীপুর জেলাৱ কালীগঞ্জ থানার ভাটিরা গ্রামের আলহাজ্ব আনসাৱ উদ্দিন মাস্টাৱের ছেলে। শিক্ষর্থীদের সুন্দর হস্তলিখনের একজন স্বনামধন্য প্রশিক্ষক হিসেবেও ইমতিয়াজের ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়া হস্তলিখনের উপর তার লেখা বেশ কযেকটি বই প্রকাশিত হয়েছে যা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুন্দর হাতের লেখার জন্য সহপাঠ্য হিসেবে ব্যবহার হচ্ছে। ইসলামুল হক ইমতিয়াজের স্বহস্তে লেখা বাংলা ও ইংরেজি সুন্দর হাতের বইগুলো শিক্ষা সংশ্লিষ্টদের নিকট ইতোমধ্যে প্রসংশিত ও সমাদৃত হয়েছে।

আরও খবর

Sponsered content