জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপেও ময়দানে আগত মুসল্লিদের নিরাপত্তার কোনো কমতি নেই:

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৫:৫৫:৪৮ প্রিন্ট সংস্করণ

476161931 1074041888101202 8017137968666844121 N

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আজ শুরু হয়েছে তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। এ ধাপেও ময়দানে আগত দেশি-বিদেশি মুসল্লিদের নিরাপত্তার কোনো কমতি নেই। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইজতেমা ময়দানে অবস্থিত পুলিশ কন্ট্রোলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফ্রিংয়ে এ কথা বলেন তিনি।
জিএমপি কমিশনার বলেন, মুসল্লিদের সেবায় আমরা ১৬টি ওয়াচ টাওয়ারের মাধ্যমে বাইনোকুলার দিয়ে ময়দান ও আশপাশের এলাকার মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এখানে মোবইল ডিউটি আছে, চেকপোস্ট ডিউটি আছে। যার মাধ্যমে আমরা নিরাপত্তা দিয়ে যাচ্ছি। এছাড়া ৩৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে পুরো ময়দান পর্যবেক্ষণ করা হচ্ছে। ময়দানে পোশাকে কাজ করছে না কেউ, মাঠের ভেতরে সাদা পোশাকে কাজ করছে পুলিশ। যেটা আপনাদের চোখে আসছে না। মুসল্লিদের সঙ্গে মিশে কাজ করছে এবং নিরাপত্তা দিচ্ছে।
তিনি বলেন, গতকাল রবিবার প্রথম ধাপের আখেরি মোনাজাত চলাকালে ড্রোনের সঙ্গে লেগে একটি বেলুন ফুটে যায়, এতে বিকট শব্দ হয়। সেখানে কিছু মুসল্লি হুড়োহুড়ি করে আহত হয়েছেন। ড্রোনটি পাবলিকের ছিলো। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা, সে বিষয়ে একটি গণবিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ইজতেমা ময়দানের দুই কিলোমিটার এলাকায় জিএমপির অনুমতি ছাড়া কেউ ড্রোন ব্যবহার করতে পারবে না। কেউ ড্রোন ওড়াতে চাইলে সেটা পুলিশ কমিশনারের অনুমতি নাগবে। এটা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই।
এসময় জিএমপি কমিশনার সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রথম ধাপে যেভাবে আমাদের সহযোগিতা করেছেন, ঠিক তেমনি দ্বিতীয় ধাপেও সহযোগিতা করবেন।
ট্রাফিক ব্যবস্থার বিষয়ে তিনি বলেন, গতপর্বে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা চালু ছিল। তবে এবার আখেরি মোনাজাত পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা চালু থাকবে, যাতে করে হকাররা যত্রতত্র স্থানে বসতে না পারে। আর যেখানে যানজট লেগে যাচ্ছে, ট্রাফিক পুলিশ সেখানেই দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
প্রেস ব্রিফিংয়ে জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) মো.আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম হোসেন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশানর (টঙ্গী জোন) মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content