নিজস্ব প্রতিবেদক :: ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৩:৫৯:৫৫ প্রিন্ট সংস্করণ
ঢাকার তুরাগের বিশিষ্ট ব্যবসায়ী মো: হুমায়ুন কবিরের নানা হানদু মিয়া বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। হানদু মিয়া তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী গ্রামে আজ বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন। এই ব্যক্তিকে শেষবারের মতো একবার দেখতে স্বজনরা ভীড় জমান। মৃত্যকালে তিনি ৩ ছেলে ৩ মেয়েসহ আত্বীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। হানদু মিয়া ছিলেন নর্ম ভদ্র এবং ভালো মনের অধিকারী। পরোপকারী এই ব্যক্তি ছিলেন পরহেজগার।
আজ বিকেলে জানাযা শেষে উনার অসিয়ত মোতাবেক পাড়াতলী গ্রামের মুদি বাড়ি আফতাব উদ্দিন তোরবীর মাজারের পাশে দাফন করা হয়। তিনি ছিলেন একজন সাদামনের মানুষ। তার মৃত্যুতে এলাকাবাসী শোক প্রকাশ করেছেন। তার নাতি মো: হুমায়ুন কবির ঢাকার তুরাগে ফ্যালকন ফ্লাইনীট ফ্যাশন লিমিটেড ও ফাইয়াকন সোয়েটারের ম্যনেজিং ডিরেক্টর।
সকলের কাছে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া চেয়েছেন তার নাতি হুমায়ুন কবির। হুমায়ুন বলেন, আমার নানা মানুষের সাথে সদা হাস্যজ্জল ব্যবহার করতেন। তিনি ছিলেন পরোপকারী। সবসময় মানুষের ভালোর দিক চিন্তা করতেন। আমার নানার জন্য দোয়া করবেন তিনি যেন জান্নাত বাসী হোন।