ক্রীড়া প্রতিবেদক :: ৬ অক্টোবর ২০২৪ , ৬:৪০:৫১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটের বাকি নেই আর বেশিদিন। আগামী ১৪ অক্টোবর রাজধানীর একটি হোটেলে ক্রিকেটারদের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
খেলোয়াড়দের পারিশ্রমিক নির্ধারণ করছে জাতীয় নির্বাচক প্যানেল। হাতে খুব বেশি সময় না থাকলেও এখনও খেলোয়াড়দের পারিশ্রমিকের ক্যাটাগরি আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেনি বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে পড়ছেন সেটাও প্রায় চূড়ান্ত। ১২-১৫ জন খেলোয়াড় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে বাকি। তাদের নিয়ে সিদ্ধান্ত চলে আসলে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ক্রিকেটারদের ক্যাটাগরির তালিকা।
বোর্ড সূত্রে জানা গেছে, এবার ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমের তুলনায় বিপিএলের এবারের আসরে কমছে ক্রিকেটারদের পারিশ্রমিক। সর্বোচ্চ পারিশ্রমিক ৬০ লাখ টাকা। সর্বনিম্ন ১০ লাখ টাকা। গত আসরে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা। সর্বনিম্ন ছিল ৫ লাখ টাকা। এবার ৫ লাখের ক্যাটাগরি বাদ দেওয়া হয়েছে।