প্রবাস জীবন

বিদেশ যাওয়ার পূর্ব প্রস্তুতি ও করণীয়। প্রবাসী প্রক্রিয়ার ধাপগুলো কি কি?

  প্রতিনিধি ৫ মে ২০২৪ , ৩:৪৫:৩৭ প্রিন্ট সংস্করণ

Bidesh Jatra

বৈধভাবে বিদেশ যাবার জন্য সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন। ই পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৩
প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের ব্যাপারে সিদ্ধান্ত নিন
পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার জোন DEMO তে গিয়ে নিবন্ধন করুন। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের তালিকা
গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৬৪টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

  • সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি‘র মাধ্যমে গমন করুন।
  • ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন। টিভিসি-১
  • বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।
  • বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।টিভিসি-২
  • বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলু্ন। (TVC)
  • বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন। (TVC)
  • সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ নিন। (TVC)
  • অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।
  • প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।

বিদেশে যাওয়ার ১৩টি ধাপ ২০২৩

  1. বৈধভাবে ও নিরাপদে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিন।
  2. প্রথমে লাভ ক্ষতির হিসাব করুন, তারপর বিদেশ গমনের নাপানে সিদ্ধান্ত নিন।
  3. সংশ্লিষ্ট ভিএমওতে ডাটাবেজে নাম নিবন্ধন করুন।
  4. গন্তব্য দেশের ভাষা জেনে নিন এবং সংশ্লিষ্ট কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন।
  5. সরকার অনুমােদিত রিক্রুটিং এজেন্ট এর মাধ্যমে বিদেশ যান।
  6. নিজের পাসপাের্ট নিজেই রাখুন এবং ভিসা সংগ্রহ ও যাচাই করুন।
  7. ভালমত পড়ে ও বুঝে চুক্তিপত্রে স্বাক্ষর করুন।
  8. অনুমােদিত মেডিকেল সেন্টার হতে স্বাস্থ্য পরীক্ষা করুন।
  9. সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিন।
  10. বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বর্হিগমন প্রশিক্ষণে অংশ নিন।
  11. বিদেশ যাওয়ার পূর্বে ২টি ব্যাংক হিসাব খুলুন।
  12. বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।
  13. বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করে সংরক্ষণ করুন।

দালাল ছাড়া কি বিদেশ যাওয়া যায়?

না, দালাল বা এজেন্ট ছাড়া বাংলাদেশ থেকে বিদেশ  যাওয়া যাবে না। তবে বাংলাদেশ সরকার বিএমইটি এর মাধ্যমে রিক্রুটিং এজেন্সির তালিকা ২০২৩ তৈরি করেছে যা সম্পূর্ণ অথেনটিক এবং নবায়নকৃত ও সরকারের নিয়ন্ত্রণে বৈধ তালিকার অন্তর্ভূক্ত আপনি নির্দ্বিধায় এসব এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়ার ব্যবস্থা নিতে পারেন। আপনি খুব সহজেই বৈধ এজেন্সির তালিকা বিএমইটি এর ওয়েবসাইটে গিয়ে তালিকায় অন্তর্ভূক্ত এজেন্সির নাম দেখে নিশ্চিত হয়ে চুক্তিবদ্ধ হউন। ৩১.০৫.২০২১ তারিখ পর্যন্ত নবায়নকৃত রিক্রুটিং এজেন্সির তালিকা