ক্রীড়া ডেস্ক :: ১০ নভেম্বর ২০২৪ , ৬:১৩:২০ প্রিন্ট সংস্করণ
বাবা হচ্ছেন জাতীয় দলের বাহাতি পেসার মোস্তাফিজুর রহমান। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নাও দেখা যেতে পারে মোস্তাফিজকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের এক সদস্য। আজ রোববার বিকেলে মুঠোফোনে এই নির্বাচক জানান, ‘মোস্তাফিজ আমাদের বিষয়টি জানিয়েছে। সে শিগগিরই বাবা হবে। পারিবারিক কারণে প্রয়োজন হলে যে কোনো সময় ছুটি পাবে।’
২২ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। মোস্তাফিজ টেস্ট সংস্করণে খেলেন না। দুই টেস্ট ম্যাচের সিরিজ শেষ হলে ৮ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ১৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এখনো এক মাস সময় হাতে থাকায় ছুটি নেবেন কী না তা নিশ্চিত নয়। ‘এখনো প্রায় এক মাস সময় বাকি আছে। হাতে সময় থাকায় এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মোস্তাফিজ বোর্ডে বিষয়টি জানালে, বোর্ড যে কোনো সিদ্ধান্ত পরবর্তীতে আমাদের জানাবে’-বলছিলেন এই নির্বাচক।
উল্লেখ্য, ২০১৯ সালের মে’তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে দাম্পত্য জীবন শুরু করে মোস্তাফিজ। বিয়ের পাঁচ বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন এই দম্পত্তি।