জাতীয়

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালো ব্যবসায়ী নূর-অলম

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৪ , ৭:২১:৫৯ প্রিন্ট সংস্করণ

Images8888

স্টাফ রিপোর্টার :: দৈনিক জাতীয় পত্রিকা ও কয়েকটা অনলাইন পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়। যেখানে উল্লেখ্য থাকে যে, পূবাইলে জমি দাবি টাকার আত্মসাতের অভিযোগ আনা হয়। অভিযোগটি সম্পূর্ন মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি নূর আলম পূবাইলের বসুগাও এলাকার স্থায়ী বাসিন্দা। আমার পূর্ব পুরুষরা এখানে স্থায়ী ভাবে বসবাস করে আসতেছি যাহা মিরেরবাজার তথা পূবাইল বাসি জানে। আমি মীরের বাজারে ১৯৯৫ সাল থেকে অদ্যবদী সুনামের সহীত ব্যবসা করে আসতেছি। আমি প্রথমে মীরের বাজারে জুতার দোকান পরবর্তীতে কাপড়ের ব্যবসা শুরু করি, যাহা লিন্তা টেইলার্স নামে সকলের কাছে পরিচিত। আমি দীর্ঘদিন অত্যন্ত সুনামের সহিত কাপড়ের ব্যবসা পরিচালনা করি। বর্তমানে আমি ফার্নিচার ব্যবসার সাথে জড়িত। আমার মীরের বাজার কামার গায়ে নিজস্ব জায়গায় কারখানা সহ শোরুম আছে। আমার বিরুদ্ধে জমির “বায়না বাবদ ১২ লক্ষ টাকা আত্মসাতের” অভিযোগ আনেন জৈনক কালিগঞ্জ থানার পারাবর্তা এলকায় ওয়াজেদ ভূঁইয়া। যাহা সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন আমি কারো সহিত কামার গাও জমি বাবদ কোন লেনদেন বা বায়না পত্র করি নাই। যাহার কোন প্রমান অভিযোগ কারীর কাছে নাই। সে আমার বিরুদ্ধে মনগড়া মিথ্যা ও চক্রান্তমূলক অভিযোগ করিয়াছে। আমার সুনাম নষ্ট করার জন্য সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে এই মিথ্যা অভিযোগটি করে। আমার অভিযোগ কারীর সাথে কোন বায়নার দালিল করা নাই। আমি এই সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
যেহেতু অভিযোগকারী জনৈক কালিগঞ্জ থানার পারাবর্তা এলকায় ওয়াজেদ ভূঁইয়া আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ আনিয়াছেন এবং আমার সুনাম নষ্ট করেছে। সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ থাকবে অভিযোগ কারীর অভিযোগটি যাচাই বাছাই করিয়া সংবাদ পরিবেশন করিবেন।
এছাড়াও জানাতে চাই, আমি যেহেতু পূর্ব থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত সেই সুবাদে ৫ ই আগস্ট এর পূর্ববর্তী সময়ে স্থানীয় আওয়ামী লীগের লোকজন বিভিন্ন সময় বিভিন্নভাবে আমার কাছ থেকে চাঁদা দাবি করত।তারমধ্যে পূবাইল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার পাতানো নির্বাচনে ৪২ নং ওয়ার্ডের জান্নাতুল মাওয়া কেন্দ্র কমিটির আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ আমার কাছে বেশ কয়েকবার মোটা অংকের চাঁদা দাবি করে উপায়ান্ত না পেয়ে আমি তাকে দাবিকৃত টাকা দিয়ে ব্যবসা করে আসেতেছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ গত ৫ ই আগস্ট পতনের পর পূনরায় বিভিন্ন লোকের মাধ্যমে চাঁদা দাবি করে আমি দিতে অস্বীকৃতি জানালে তারই তত্ত্বাবধানে আমার বিরুদ্ধে এই মিথ্যা ষড়যন্ত্র করা হয়।খুব শীগ্রই আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

আরও খবর

Sponsered content