জাতীয়

দেশ ও দেশের মানুষকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: হাসান সরকার

  স্টাফ রিপোর্টার, টঙ্গী:: ১৪ ডিসেম্বর ২০২৪ , ১২:৩৭:২৯ প্রিন্ট সংস্করণ

Screenshot 5

বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশ ও দেশের মানুষকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। আওয়ামী ফ্যাসিবাদের হাত থেকে বহু তাজা প্রাণের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। এ বিজয় রক্ষা করার জন্য সবাইকে সাবধান থাকতে হবে। কোনো অপশক্তি যেন ছাত্র-জনতার অর্জনকে ম্লান করতে না পারে। আওয়ামী লীগের মুখোশধারী কিছু লোক এখনও কুকর্মে জড়িত।
শুক্রবার দুপুরে টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে সুশীল সমাজের প্রতিনিধিদের কাছ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় গাজীপুর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিচালিত হবে। কোনোভাবেই হাইকমান্ডের নির্দেশনা অমান্য করা যাবে না। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, বিএনপি নেতা কামরুজ্জামান কাজল, দুলাল মৃধা, ওসমান আলী, মোহাম্মদ আলী, মজিবুর রহমান, শেখ মোহাম্মদ সুমন প্রমুখ।

আরও খবর

Sponsered content