জাতীয়

টঙ্গী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পেলেন মেরাজ উদ্দিন

  স্টাফ রিপোর্টার, টঙ্গী :: ১৪ নভেম্বর ২০২৪ , ১২:২৪:৪৯ প্রিন্ট সংস্করণ

466607607 3948455095412309 2697701557546947932 N

টঙ্গী প্রেসক্লাবের সভাপতির দায়ীত্ব দেয়া হয়েছে ক্লাবটির প্রতিষ্ঠাতা সদস্য মেরাজ উদ্দিনকে। বুধবার সাধারণ সভায় ক্লাবের সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে মেরাজ উদ্দিনকে এ দায়ীত্ব প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহিদুল্লা সম্প্রতি ব্যাক্তিগত কারনে তার সভাপতির পদ থেকে অব্যাহতি নিলে এ পদটি শূন্য হয়। এর পরিপ্রেক্ষিতে ক্লাবের সাধারণ সভায় সর্বোসম্মতিক্রমে বর্তমান কমিটির মেয়াদকাল পূর্ণ হওয়া পর্যন্ত সাবেক সভাপতি মেরাজ উদ্দিনকে এ পদে দায়ীত্ব দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, এস এম নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ওয়াজ উদ্দিন, মাহবুব চৌধুরী, হেদায়েত উল্লাহ,শেখ আজিজুল হক, এম আর নাসির উদ্দিন, লতিফ মোহাম্মদ হালিম,সবুর খান, শাহজাহান শোভন,আল আমিন, হাসান মাহমুদসহ টঙ্গী অঞ্চলে কর্মরত, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্য ও মানবাধিকার কর্মীরা।

আরও খবর

Sponsered content