প্রতিনিধি ৩১ ডিসেম্বর ২০২৪ , ৪:১৪:৩২ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, টঙ্গী: গাজীপুরের টঙ্গী পূর্ব থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ ও ১নং যুগ্ম-আহ্বায়ক নজরুল ইসলামের যৌথ স্বাক্ষরে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।
কমিটিতে কাউসার হামিদ মোল্লাকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন অন্তর মাহমুদ আল আমিন। সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন প্রকৌশলি মোহাম্মদ রাসেল, সাংগঠনিক সম্পাদক পদে ইসমাইল মাতবর, দপ্তর সম্পাদক পদে রায়হান উদ্দিন সরকার, প্রচার সম্পাদক বরকত হোসেন অনিক, অর্থ-সম্পাদক পদে রয়েছেন সেলিম গাজী, কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন গফুর মিয়া ও দুলাল মিয়া।
এদিকে একই দিন মোসলেম খানকে সভাপতি ও এডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর পাঠানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট পূবাইল থানা শহীদ জিয়া স্মৃতি সংসদের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এব্যাপারে গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক নূরুল ইসলাম ফরহাদ বলেন, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।